রাজধানীর চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরো একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে আজ।
রেজাউল (২২) নামে সে যুবকের মৃত্যুর পর ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭০ জনে।
আজ শুক্রবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রেজাউলের মৃত্যু হয়। নিহত রেজাউলের শরীরের ৫১ শতাংশ আগুনে পুড়ে গিয়েছিল।
এছাড়া গত সোমবার দিনগত রাতে ঢামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় রিকশাচালক আনোয়ার হোসেন ও সোহাগ নামে দু’জনের মৃত্যু হয় ।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২০ ফেব্রুয়ারি, বুধবার রাত সাড়ে ১০টার পর চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আসার পর ৬৭ জনের মরদেহ উদ্ধারের খবর জানায় কর্তৃপক্ষ। এরপর আরো তিন জনের মৃত্যু হলো চিকিৎসাধীন অবস্থায়।