আশুরার প্রতিটি মিছিলে পুলিশি নিরাপত্তা থাকবে

হোসেনী দালান বা ইমামবাড়া থেকে বের হওয়া তাজিয়া মিছিলে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

তিনি জানিয়েছেন, শুধু হোসেনী দালান নয়, ঢাকার যেকোনো স্থান থেকে বের হওয়া তাজিয়া মিছিলে নিরাপত্তা থাকবে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর লালবাগ এলাকায় হোসেনী দালান ইমামবাড়ায় নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, যে পথে মিছিলগুলোর নিয়ে যাওয়া হবে সে পথে সিসি ক্যামেরা ও পোশাকে এবং সাদা পোশাকের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।

তবে মিছিলে লাঠি, আগুন, তোলোয়ারসহ যেকোনো ধাতব বস্তু সম্পূর্ণভাবে নিষিদ্ধ বলেও জানিয়েছেন তিনি।

আগামী ১ অক্টোবর (রোববার) পবিত্র আশুরা। এ উপলক্ষে শিয়া সম্প্রদায়ের লোকজন সকাল থেকে দুপুর পর্যন্ত মিছিল বের করেন।

বাংলাদেশ সময় : ১২৫২ ঘণ্টা, ২৮ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ

Scroll to Top