রোহিঙ্গাদের জন্য জাহাজ ভরে ত্রাণ পাঠালো ভারত

মিয়ানমারে সেনা অভিযানের পর বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য প্রথম জাহাজে করে ত্রাণ পাঠিয়েছে ভারত। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে পাঁচটায় ‘আইএনএস ঘরিয়াল’ জাহাজটি চট্টগ্রাম বন্দরের ১ নম্বর জেটিতে ভিড়ে।

জাহাজটির লোকাল এজেন্ট এমএম ইস্পাহানি লিমিটেডের পিস এক্টিভিস্ট লোকপ্রিয় বড়ুয়া জানান, এ জাহাজে ৬৭ হাজার ১৬৭ প্যাকেজে ৭০০ টন ৬০০ কেজি ত্রাণ এসেছে। এর মধ্যে চাল, ডাল, ভোজ্য তেল ইত্যাদি রয়েছে।

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা এসব ত্রাণসামগ্রী আনুষ্ঠানিকভাবে প্রশাসনের কাছে বুঝিয়ে দেওয়ার কথা রয়েছে। এর আগে দুই দফা কার্গো বিমানে করে রোহিঙ্গাদের জন্য ত্রাণ পাঠিয়েছিল ভারত।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, ২৮ সেপ্টেম্বর  ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/কেএসপি

Scroll to Top