বৃক্ষমানব আবুল বাজানদারের চিকিৎসায় আবারও নতুন করে আট সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক প্রফেসার ড. আবুল কালামকে প্রধান করে এ মেডিকেল বোর্ড গঠন করা হয়।
শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক আমাদের সময়কে জানান, ‘বাজানদারের চিকিৎসার জন্য নতুন করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার চিকিৎসার জন্য আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে। সেই পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
এর আগে গত ২০ জানুয়ারি বৃক্ষমানব আবুল বাজানদারের পুনরায় চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হন।
বিরল এই রোগে হাত পায়ে গাছের শিকড়ের মতো গজায়। এ কারণে আক্রান্ত রোগীকে ট্রি ম্যান বা বৃক্ষমানব বলা। গত এক যুগ ধরে বিরল ‘ট্রি ম্যান সিনড্রোম’ রোগে ভুগছেন আবুল বাজানদার।