মন্ত্রণালয় থেকে মাঠ পর্যায়ে কার্যক্রমের তদারকি প্রক্রিয়া চালু করা হবে বলে জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। আজ বুধবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্যখাতের ১০০ দিনের ১২টি কর্মসূচি ঘোষণা করে তিনি আরও বলেন, এর মাধ্যমে কর্মকর্তারা বিভিন্ন প্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শন করবেন।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, \’সবার সহযোগিতায় আমাদের কর্মকাণ্ড বেগবান হবে। গত ৫ বছরে অনেক অর্জন হয়েছে, অনেক কাজ আমরা করেছি। আর এখন যে প্রতিশ্রুতি দিয়েছি, তাও বাস্তবায়ন করবো।\’
তিনি বলেন, \’আমাদের অবকাঠামো ও জনবল আছে, আরও বাড়াবো। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ তদারকি জোরদার করা, তদারকি আছে তবে কম। স্বাস্থ্যসেবায় নিয়োজিতদের পদোন্নতি হবে যথাযথ যাচাই বাছাই সাপেক্ষে। জনগণ যেন স্বাস্থ্যসেবা সম্পর্কে আরও অবহিত হয় সেটিও করবো।\’
১০০ দিনের বাইরের কাজ সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী জানান, \’গ্রামে-গঞ্জে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র আছে যথেষ্ট কিন্তু শহরাঞ্চলে কম। এ ব্যাপারেও আমরা উদ্যোগী হবো। মা ও শিশু হাসপাতাল ও সেবা বাড়াবো।\’
তিনি বলেন, \’ক্যান্সার ও কিডনীর চিকিৎসা দেশে অপ্রতুল তবে আমরা উদ্যোগী হয়েছি। একবারে সমাধান হবে না। একই সঙ্গে সিন্ডিকেট দৌরাত্ম্যও দূর করবো।\’
তিনি আরও বলেন, \’প্রতি বিভাগে ১০০ বেডের ক্যান্সার হাসপাতাল নির্মিত হবে। এছাড়া, ১ বছরের নিচে ও ৬৫ বছরের ওপরের বয়সীদের বিনামূল্যে চিকিৎসা দেয়া হবে। হাসপাতালগুলোতে অত্যাধুনিক যন্ত্রপাতি অব্যবহৃত থাকবে না। যন্ত্র চালানোর দক্ষ লোক নিব এবং এখন থেকে প্রয়োজন ছাড়া নতুন যন্ত্রপাতি কিনব না।
এছাড়া, দেশের সব হাসপাতালে সহজে চোখে পড়ে এমন সাইনবোর্ডসহ নিওন সাইনের সাইনবোর্ড স্থাপন করা হবে বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে \’অভিযোগ লিংক\’ চালু করেন স্বাস্থ্যমন্ত্রী।
লেটেস্টবিডিনিউজ.কম/কেএস