রোহিঙ্গাদের ফেরত নিতে চাপ প্রয়োগের দাবি বাংলাদেশের

মিয়ানমারের সেনাবাহিনীর হত্যা-নির্যাতনের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ প্রয়োগের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

বুধবার ঢাকায় নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর রাষ্ট্রদূতদের এক বিশেষ ব্রিফিংকালে এ আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।

দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত এ ব্রিফিংয়ে ঢাকায় নিরাপত্তা পরিষদের স্থায়ী ৫ দেশ যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, চীন ছাড়াও সুইডেন, জাপান, ইতালি ও মিশরের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন।

এছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব শহিদুল হকও বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী রাখাইনে রোহিঙ্গাদের ওপর নির্যাতন, বাংলাদেশের কক্সবাজারে আশ্রয়প্রার্থী রোহিঙ্গাদের অবস্থা সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেন।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, রোহিঙ্গা ইস্যুতে আমরা নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোকে শক্ত অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছি।

তিনি জানান, বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর কাছে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের বক্তব্য তুলে ধরবেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, ২৭ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম

Scroll to Top