বিশ্বব্যাংক রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে আর্থিক ও কারিগরি সহায়তা দেবে। তার জন্য সরকারকে আনুষ্ঠানিকভাবে বিশ্বব্যাংকের কাছে চাইতে হবে বলে জানান সংস্থাটির বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান।
আজ সকালে আগারগাওস্থ বিশ্বব্যাংকের ঢাকা অফিসে ডেভেলপমেন্ট আপডেট নিয়ে এক ব্রিফিংএ তিনি এ কথা বলেন।
চিমিয়াও ফান বলেন, রিফুজি খাতে বিশ্বের জন্য বিশ্বব্যাংকের ২০০ কোটি ডলারের একটি তিন বছরের তহবিল আছে। সেখান থেকে দক্ষিন এশিয়ার জন্য ৬০ কোটি ডলার। তবে একটি দেশ আইডা খাত থেকে এখাতে ৪০ কোটি ডলার পেতে পারে।
বাংলাদেশ সময় : ১৪২২ ঘণ্টা, ২৭ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ