আমি রাজনীতির শ্রেষ্ঠ নীতিতে নিজেকে উৎসর্গ করেছি: রেজাউল করিম

যার শ্রেষ্ঠ নীতি আছে তিনিই রাজনীতি করেন এবং এই শ্রেষ্ঠ নীতির কাছে নিজেকে উৎসর্গ করেছেন বলে জানিয়েছেন
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম। মঙ্গলবার (৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে আলাপকাল তিনি একথা বলেন।

শ ম রেজাউল বলেন, রাজনীতি কোন আয়ের উৎসের জন্য নয়। যার শ্রেষ্ঠ নীতি আছে তিনি রাজনীতি করেন। আমি রাজনীতির শ্রেষ্ঠ নীতিতে নিজেকে উৎসর্গ করেছি।

তিনি আরও বলেন, আমার মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠানগুলোকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে চলতে হবে। দুর্নীতি এবং অনিয়মের জায়গায় আমার ভূমিকা জিরো টলারেন্স থাকবে।

মন্ত্রী নিজেও ব্যক্তিগতভাবে দুর্নীতি ও অনিয়ম অপছন্দ করেন জানিয়ে বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি-অনিয়মে জিরো টলারেন্স। দুর্নীতি বা অনিয়ম কেউ করলে তথ্য প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে আইনানুগ ও নিয়মতান্ত্রিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

দায়িত্ব গুরুত্বের সাথে পালন করে প্রধানমন্ত্রীর আস্থার প্রতিদান দেবেন বলেও জানান তিনি।

লেটেস্টবিডিনিউজ.কম/বিএনকে

Scroll to Top