বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নতুন মন্ত্রিসভার শ্রদ্ধা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নবগঠিত মন্ত্রিসভার সদস্যরা। মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে রাজধানীর ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শ্রদ্ধা জানান মন্ত্রিসভার সদস্যরা। এ সময় মন্ত্রিসভার মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রিসভার সদস্যরা সেখানে কিছুক্ষণ নীরবতা পালন করেন। নীরবতা পালন শেষে ফাতেহা পাঠ ও দোয়া অনুষ্ঠিত হয়।

পরে মন্ত্রিসভার সদস্যরা বেলা দশটার দিকে বাসে চড়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা দেন। সেখানে বেলা ১১টায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্বাধীনতা সংগ্রামের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তারা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের রেকর্ড গড়ার পর মন্ত্রিসভার সব সদস্যরা শপথ নিয়েছেন। ৪৭ সদস্যবিশিষ্ট এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী হিসেবে রয়েছেন শেখ হাসিনা। এ ছাড়া রয়েছেন মন্ত্রী ২৪ জন, প্রতিমন্ত্রী ১৯ জন ও উপমন্ত্রী ৩ জন।

সোমবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টা দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের আলাদা আলাদাভাবে শপথবাক্য পাঠ করান। তার আগে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শপথ অনুষ্ঠান শেষে তারা শপথ বইয়ে স্বাক্ষর করেন।

প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা শপথ নিলেন চতুর্থবারের মতো। এর মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে টানা তৃতীয়বারের মতো সরকার গঠিত হলো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেয়া আওয়ামী লীগের নেতৃত্বে।

লেটেস্টবিডিনিউজ.কম/কেএস

Scroll to Top