গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নিতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। সেই সাথে কোনো নির্বাচিত সংসদ সদস্য সংসদ অধিবেশন শুরুর ৯০ দিনের মধ্যে শপথ না নিলে সেই আসনকে শূন্য ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
বুধবার (২ জানুয়ারি) আগারগাঁওস্থ নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে বুধবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
সচিব হেলালুদ্দীন আহমদ জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিতদের নামে গেজেট প্রকাশ করার পর তাদের শপথ গ্রহণের জন্য তা সংসদ সচিবালয়ে পাঠানো হয়েছে।
সচিব বলেন, নির্বাচনের পরে যে বিষয়টি থাকে সেটি হচ্ছে গেজেট নোটিফিকেশন। ২৯৮টি আসনের গেজেট প্রকাশিত হয়েছে। এগুলো জাতীয় সংসদ সচিবালয়ে পাঠিয়েছি যাতে যাদের নামে গেজেট প্রকাশিত হয়েছে তাদের শপথগ্রহণ করাতে পারে। আমরা শুনেছি আগামীকাল সকাল ১১টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
বিএনপির নির্বাচিত ৫ জন সংসদ সদস্য শপথ নেবেন না, এই সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে শপথ নিতে হবে।
ইসি সচিব বলেন, ৩০ দিনের মধ্যে সংসদ অধিবেশন আহ্বান করতে হবে। অধিবেশন শুরুর ৯০ দিনের মধ্যে শপথ ও অঙ্গীকারনামায় স্বাক্ষর না করলে সে আসন শূন্য ঘোষণার দায়িত্ব সংসদের। সেই আসন শূন্য ঘোষণা করে পুনঃনির্বাচনের জন্য ইসিকে সংসদ সচিবালয় চিঠি দেবে।
উল্লেখ্য- একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সারাদেশ থেকে ৫ জন সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু বিএনপির এই ৫ জন সংসদ সদস্য শপথ নিবেন কিনা তা এখনো পরিষ্কার না।
এদিকে গতকাল কখন গেজেট প্রকাশিত হয়েছে এবং আপনারা কখন সংসদে পাঠিয়েছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, মাননীয় কমিশন গতকালকে অনুমোদন দেওয়ার পর বিজি প্রেসে পাঠানো হয়েছে। সেখানে রাতে প্রিন্ট হয়েছে এবং আজকে সকালে সংসদ সচিবালয়ে পাঠানো হয়েছে।
লেটেস্টবিডিনিউজ.কম/পিএস