\’মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা হচ্ছে\’

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের উপর আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্ত এলাকায় জিরো পয়েন্টে অবস্থানরত রোহিঙ্গাদের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

কাদের বলেন, ‘কূটনৈতিক তৎপরতার মাধ্যমে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আর্ন্তজাতিকভাবে মিয়ানমার সরকারের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। আমরা আশাবাদী খুব শীঘ্রই মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নিবে।’

ত্রাণ কার্যক্রম নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, ‘অতীতে ত্রাণ নিয়ে অনেক অনিয়ম হয়েছে। কিন্তু এবারের রোহিঙ্গা সংকটে ত্রাণ বিতরণ নিয়ে কোনো অনিয়ম ও বিশৃঙ্খলতা সৃষ্টি হয়নি। সেনাবাহিনী ও প্রশাসনের তদারকিতে সুষ্ঠু ও শান্তিপুর্ণভাবে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।’

এ ইস্যুতে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫ দফা প্রস্তাব সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। মানবতার পক্ষে দাঁড়ানোর কারণে বাংলাদেশ বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে।’

এসময় মন্ত্রী তুমব্রু সীমান্তের কোনাপাড়া ও পশ্চিমকূল এলাকার জিরো লাইনে অবস্থানকারী রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শন করেন। পরে তিনি উখিয়ার কুতুপালং ও বালুখালী এলাকায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে যান।

বান্দরবান জেলা প্রশাসক দীলিপ কুমার বণিকের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রহমান, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, বিজিবি ৩৪ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল মনজুরুল হাসান, পুলিশ সুপার সজ্ঞিত কুমার রায় প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ২৫ সেপ্টেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/সাদ

Scroll to Top