\’রোহিঙ্গারা ‘কুমিরের কান্না’ কাঁদছে\’

গত কয়েক দশক ধরেই মিয়ানমারে এক প্রকার অবাঞ্চিত রোহিঙ্গারা। দেশটির কট্টোর বৌদ্ধ ও সেনাবাহনীর নির্যাতনে দেশ ছেড়ে পালিয়ে বাঁচতে হচ্ছে তাদের। চলতি বছরের আগস্ট মাসের ২৫ তারিখে রাখাইন রাজ্যে নতুন করে শুরু হয়েছে রোহিঙ্গাদের ওপর দমন-পীড়ন।

গত এক মাসে সেখান থেকে বাংলাদেশে পালিয়ে এসেছে লাখো রোহিঙ্গা। আসার পথে অসীম কষ্ট আর বাংলাদেশে প্রবেশের পরে খাদ্য, আশ্রয় সংকটে রোহিঙ্গাদের চোখ নেমেছে দুঃখের অশ্রু।

তবে মিয়ানমারের সংবাদমাধ্যমগুলো বলছে, বিদেশি সংবাদমাধ্যমের সামনে রোহিঙ্গারা ‘কুমিরের কান্না’ কাঁদছে।

দেশটির একটি দৈনিক গতকাল শনিবার রোহিঙ্গাদের নিয়ে একটি কার্টুন প্রকাশ করে। দেশটির শীর্ষস্থানীয় কার্টুনিস্ট উইন নেইং এর আঁকা ওই কার্টুনে দেখা গেছে, কয়েকটি কুমির একটি নদীর মধ্যে আছে। এর এক পাশে কিছু প্রাণী দাঁড়ানো। অন্যপাশে একটি কুমির এক বিদেশি সাংবাদিকদের বলছে, আমি আমার মাতৃভূমিতে ফিরতে চাই। ওই কার্টুনের নিচে ক্যাপশন দেওয়া হয়েছে ‘কুমিরের কান্না’।

কার্টুনটির বিষয়ে ৫৮ বছর বয়সের ওই কার্টুনিস্ট এএফপিকে বলেন, আমি আমার দেশের অবস্থা তুলে ধরতে চেয়েছে। রোহিঙ্গারা যা বলে তার অনেক কথাই সত্য নয়। দেশপ্রেমের জায়গা থেকেই আমি কার্টুনটি এঁকেছি।

তবে দেশটির আরেক কার্টুনিস্ট মং মং বলেছেন, আপনি কার্টুন আকঁতে পারেন। কিন্তু সেটা দিয়ে অন্য কোনো ধর্ম আর গোত্রের লোককে অপমান করা অনুচিত।

এদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর চলমান নিপীড়নের মধ্যেই এই ইস্যুতে মিয়ানমারবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর প্রধান।

তিনি বলেছিলেন, রোহিঙ্গারা জাতি হিসেবে স্বীকৃতি চায়। কিন্তু মিয়ানমারে এই জাতিসত্তার কোনো অস্তিত্ব নেই। রোহিঙ্গারা যে আদতে বাঙালি এই সত্যকে প্রতিষ্ঠিত করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এই দেশে তাদের কোনো শেকড় নেই।

রোহিঙ্গারা যুগযুগ ধরে রাখাইন রাজ্যে বসবাস করলেও মিয়ানমার সরকারে তাদের নিজ দেশের নাগরিক মনে করে না। গত কয়েক দশক ধরেই বিভিন্ন সময়ে দেশটির সেনাবাহিনীর অভিযানের মুখে সেখান থেকে পালাতে বাধ্য হয়েছে রোহিঙ্গারা।

সর্বশেষ গত ২৫ আগস্ট থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে শুরু হওয়া সেনা অভিযানের মুখে সেখান থেকে প্রায় ৪ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে।

বাংলাদেশ সময় : ১৩৪৫ ঘণ্টা, ২৪ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ

Scroll to Top