মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের পুনর্বাসন ও ত্রাণ বিতরণের জন্য শনিবার (২৩ সেপ্টেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে বাংলাদেশ সেনাবাহিনী।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মো. আলী হোসেন এ তথ্য জানান।
জেলা প্রশাসক বলেন, মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের মানবিক সহায়তায় কক্সবাজার জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সেনাবাহিনী রোহিঙ্গা ক্যাম্পে সার্বক্ষণিক কাজ চালিয়ে যাবে। তাদের জন্য ২ হাজার একর জমি নির্ধারণ করে দিয়েছে সেখানে সেনাবাহিনী তৈরি করবে ১৪ হাজার শেড।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক জানান, রোহিঙ্গাদের ঢল নামার পর থেকেই প্রধানমন্ত্রীর নির্দেশে তাদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। এতে প্রতিদিন এক লাখ ২০ হাজার রোহিঙ্গা ত্রাণ সুবিধা পাচ্ছে। এছাড়াও প্রতি ঘণ্টায় ২ হাজার লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-সচিব আশরাফুল ইসলাম, পুলিশ সুপার একেএম ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আনোয়ারুন নাসের, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ খালেদ হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময় : ১০৪০ ঘণ্টা, ২৩ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ