চালের দাম নিয়ে চাপাবাজি করছে মন্ত্রীরা : রিজভী

চালের দাম নিয়ে সরকারের মন্ত্রীরা যে বক্তব্য দিচ্ছে তা ডাহা চাপাবাজি করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির এ নেতা এসব কথা বলেন।

তিনি বলেন, মন্ত্রীরা ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করার পরও কমেনি চালের দাম। চাল ব্যবসায়ী ও মিলমালিকরা চালের দাম ২-৩ টাকা কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন বলে গত দুই দিন আগে বাণিজ্যমন্ত্রীর দেওয়া বক্তব্য বাগাড়ম্বর ছাড়া আর কিছুই নয়। বাজারে এর প্রভাব এখনো পড়েনি। গতকাল বুধবারও মোটা চাল ৫৫ টাকা ও মাঝারি সরু চাল ৬৫-৭০ টাকায় বিক্রি হয়েছে।

রিজভী আরো বলেন, দুর্ভিক্ষের ছায়া এখন সারা দেশের ওপর বিস্তার লাভ করেছে। লুটপাট আর দখলবাজির নীতি নিয়ে চলতে শুরু করায় এই সরকারের দুঃশাসনে দেশের সর্বত্র দারিদ্র্য, দুর্দশা ও অসাম্যের করুণ কাহিনী ছাড়া আর কোনো উন্নয়ন বাংলাদেশের জনগণ চোখে দেখেনি।

তিনি বলেন, ক্ষমতাসীন দলীয় লোকেরা ১০ টাকা কেজির চাল বিক্রির নামে সরকারি গোডাউন থেকে চাল নিয়ে চড়া মূল্যে কালোবাজারে বিক্রি করেছে। মন্ত্রীর দুই দিন আগে দেয়া ১০ টাকা কেজি দরে চাল বিক্রি বন্ধের ঘোষণায় বোঝা গেল প্রকল্পটি ছিল ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের লুটপাট প্রকল্প।

বাংলাদেশ সময় : ১৭৩২ ঘণ্টা, ২১ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ

Scroll to Top