জাতিসংঘের সংস্কারে মার্কিন প্রেসিডেন্ট আয়োজিত উচ্চ পর্যায়ের এক সভা শেষে বেরিয়ে যাওয়ার সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রাষ্ট্রনেতারা এ সময় ট্রাম্পের সঙ্গে করমর্দন এবং কথা বলার জন্য সামনে এগিয়ে যান।
তাদের সঙ্গে \’হাই-হ্যালো\’ বলেই সামনে এগোতে থাকেন ডোনাল্ড ট্রাম্প। এসময় নিজ সিটের কাছেই দাঁড়িয়ে ছিলেন শেখ হাসিনা।
এবার ডোনাল্ড ট্রাম্প একজনের এগিয়ে দেয়া করমর্দনের হাত বলা চলে প্রায় উপেক্ষা করেই, সামনে দাঁড়ান শেখ হাসিনার। কুশল বিনিময় করেন শেখ হাসিনা এবং ট্রাম্প দু\’জনই।
জাতিসংঘের ৭২তম অধিবেশনের বিশ্বনেতারা সমবেত হয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো এই অধিবেশনের বিতর্কে অংশ নেন। এটি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম সাক্ষাৎ।
https://youtu.be/j0Z6qk9ntXQ
বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, ১৯ সেপ্টেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে