সকালে এফডিসিতে রাজ্জাকের প্রথম জানাজা শেষে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, নায়করাজ রাজ্জাকের কর্মময় জীবন জাতীয় সম্পদ, একে সংরক্ষণ করা হবে। তিনি সবার মাথার উপরে ছায়ার মতো ছিলেন। নায়ক রাজ তার কর্মের মাধ্যমে আমাদের মাঝে বেঁচে থাকবেন।
গতকাল সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে সন্ধ্যায় সোয় ছয়টার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা চলচ্চিত্রের এই কিংবদন্তী।
তথ্যমন্ত্রী বলেন, ষাটের দশকে রাজ্জাকের হাত ধরে কলকাতা ও বোম্বোর ছবির সঙ্গে পাল্লা দিয়ে বাংলা ছবি চলে। তিনি ছিলেন সবার অভিভাবক।বিভিন্ন বিপদে মাথার উপরে ছায়ার মত থাকতেন তিনি। জঙ্গিবাদের বিরুদ্ধে তিনি কথা বলেছেন।আমরা এক অভিভাবক হারালাম। আমরা তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ২২ আগস্ট ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম