প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীতে পৌঁছেছেন। বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে পৌঁছান। রাজশাহী সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হরিয়ানে আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেবেন।
সফরকালে প্রধানমন্ত্রী ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এ ছাড়া রাজশাহী অঞ্চলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে ১৫ দফা দাবি জানাবেন আওয়ামী লীগের স্থানীয় নেতারা।
এর মধ্যে ১৬টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন- বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক, বিভাগীয় ও জেলা পরিবার পরিকল্পনা ভবন, নদীর তীর রক্ষা বাঁধ, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্কোয়ার ও রাজশাহী শিশু হাসপাতাল।
আওয়ামী লীগের নেতারা ছাড়াও এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ীরা ১১ দফা এবং সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে ১৮ দফা দাবি জানানো হবে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, ১৪ সেপ্টেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে