ভারী বর্ষণে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা

চলতি মৌসুমী বায়ুর প্রভাবে সোমবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আর ভারী বৃষ্টিপাতের কারণে এদিন দেশের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছে অধিদফতর।

সোমবার সকালে আবহাওয়া অধিদফতরের এক পূর্বাভাসে বলা হয়, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪ মিলিমিটার থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৯ মিলিমিটার বা তার বেশি ) বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে সিলেট ও চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, ১১ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ

Scroll to Top