বাংলাদেশের উদারতার প্রশংসায় যুক্তরাষ্ট্র

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশ যে উদারতা দেখাচ্ছে তার প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র সরকার। গতকাল শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এই প্রশংসা করে।

রাখাইনে চলমান সংকটে যুক্তরাষ্ট্রের দৃষ্টি রয়েছে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ক্ষতিগ্রস্তদের সহায়তায় ও মানবিক সংকট মোকাবেলায় বাংলাদেশ যে ক্রমাগত মহানুভবতার পরিচয় দিয়ে চলেছে আমরা এর সাধুবাদ জানাই।

\"\"

বিবৃতিটিতে আরও বলা হয়, বাস্তুচ্যুত মানুষদের জরুরি সহায়তা দিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা, আন্তর্জাতিক রেডক্রস কমিটি ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থাসহ সহযোগী সকল সংগঠনের সাথে যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে কাজ করছে।

গত ৮ সেপ্টেম্বর জাতিসংঘ যে দুই লাখ ৭০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের খবর দিয়েছে তাতেও যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, গত ২৫ আগস্ট থেকে রাখাইন রাজ্যে মারাত্মকভাবে মানবাধিকার লঙ্ঘিত হওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। সেখানে নিপীড়ন ও ঘরবাড়িতে অগ্নিসংযোগ থেকে বাঁচতে লোকজন বাংলাদেশে পালিয়ে আসছে।

এছাড়া ২০১৬ সালের অক্টোবর থেকে যুক্তরাষ্ট্র সরকার বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য প্রায় ৬৩ মিলিয়ন ডলার মানবিক সহায়তা দিয়েছে বলে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ১০ সেপ্টেম্বর  ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/এস

Scroll to Top