মিরপুরে ‘জঙ্গি আস্তানা’র বাড়ির মালিকসহ গ্রেপ্তার ২

রাজধানীর মিরপুরে দারুস সালাম এলাকায় ‘জঙ্গি আস্তানার’ বাড়ির মালিক হাবিবুল্লাহ বাহার আজাদ’সহ দুই জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেপ্তারকৃত অপর ব্যক্তি ওই গলির নিরাপত্তারক্ষী সিরাজুল ইসলাম। আজ বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।

তিনি আরো জানান, ওই বাড়ির ভেতরে ছয়টি শক্তিশালী বোমা পাওয়া গেছে। কার্টুনে মোড়ানো আইইডি পাওয়া গেছে। সেগুলো নিষ্ক্রিয় করতে কাজ করছে র‍্যাবের বোমা নিষ্ক্রিয়করণ দল। অভিযান এখনো চলছে বলেও তিনি জানান।

‘জঙ্গি আস্তানায়’ অভিযানের ঘটনায় গত রাতে দারুস সালাম থানায় মামলা করেন র‍্যাব-৪ এর নায়েক সুবাদার হারুন অর রশীদ। ওই মামলায় বাড়ির মালিক ও গলির নিরাপত্তা কর্মীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

উল্লেখ্য, টাঙ্গাইলে সোমবার একটি বাড়িতে অভিযান চালিয়ে ‘জেএমবির জঙ্গি’ দুই ভাইকে ড্রোন ও দেশীয় অস্ত্রসহ আটক করে র‌্যাব। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সেদিনই মধ্যরাতে মিরপুরের ওই বাড়িতে অভিযান শুরু করে র‌্যাব। মঙ্গলবার র‌্যাবের পক্ষ থেকে কয়েক দফা যোগাযোগ করে আবদুল্লাহকে আত্মসমর্পণ করতে বলা হয়। এক পর্যায়ে সে আত্মসমর্পণ করতে রাজি বলে জানানো হয়। কিন্তু রাত আনুমানিক ১০টার দিকে ওই ভবনে তিনটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। পরদিন তল্লাশী চালিয়ে ভবনের পঞ্চম তলার ফ্ল্যাট থেকে সাতজনের পুড়ে যাওয়া মরদেহের ধংসাবশেষ উদ্ধার করা হয়।

র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ সাংবাদিকদের বলেন, ‘জঙ্গি আবদুল্লাহ নিজেই বিস্ফোরণ ঘটায় এবং তাতে তারা নিহত হয়।’

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ০৭ সেপ্টেম্বর  ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/এস

Scroll to Top