বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের নাগরিকদের ফিরিয়ে নিতে এবং রোহিঙ্গাদের ঠেলে পাঠানো বন্ধে দেশটির প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার ইন্দোনেশিয়ার নতুন রাষ্ট্রদূত রিনা প্রিথিয়াসমিয়ারসি সোয়েমারনোর সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম পরে সাংবাদিকদের ব্রিফ করেন।
ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতে প্রধানমন্ত্রী বলেন, প্রতিবেশী মিয়ানমারের এইসব মানুষকে মানবিক কারণে আশ্রয় দেওয়া হয়েছে। এই বিপুল সংখ্যক মানুষের বাড়তি দায়িত্ব বাংলাদেশের জন্য একটি বোঝা বলে উল্লেখ করেন শেখ হাসিনা
গত মাসের শেষ সপ্তাহে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সীমান্তবর্তী কয়েকটি চৌকিতে হামলার ঘটনা ঘটে। হামলার জন্য মিয়ানমারের সরকার স্থানীয় \’আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি\’কে দায়ী করে। এরপর দেশটির রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনপদে দমন-পীড়ন ও সাম্প্রদায়িক সহিংসতা শুরু হয়। প্রাণ বাঁচাতে রাখাইন থেকে দলে দলে মানুষ আসতে থাকে বাংলাদেশে। এসব শরণার্থীর বেশিরভাগই রোহিঙ্গা মুসলিম।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ০৫ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এস পি