\’আর কিছু সময়ের মধ্যে সুখবর পেতে যাচ্ছেন\’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হককে ওষুধ দিয়ে ঘুম পাড়ানোর পর আর কিছুক্ষণের মধ্যে জাগিয়ে তোলার চেষ্টা হচ্ছে। লন্ডন থেকে মেয়রের স্ত্রী রুবানা হকের বরাত দিয়ে বাংলাদেশের নিযুক্ত প্রেস মিনিস্টার নাদীম কাদির জানিয়েছেন, আপনারা আর কিছু সময়ের মধ্যে সুখবর পেতে যাচ্ছেন

তিনি বলেন, রুবানা হক জানিয়েছেন, মেয়রকে যে নতুন ওষুধটি দিয়ে চিকিৎসা দেয়া হচ্ছিলো তা কাজ করতে শুরু করেছে।

এর আগে আনিসুল হকের ছেলে নাভিদ হকও জানিয়েছেন, আনিসিল হককে জাগানোর চেষ্টা সোমবার হবে।

মেয়রের ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান বলেন, যেহেতু হাসপাতালে ভর্তির দিন পর্যন্ত আনিসুল হক টেলিফোনে লন্ডন থেকে তাদের সঙ্গে কথা বলেছিলেন, তাই ঘুম থেকে জাগিয়ে তুললেই তিনি আবারও স্বাভাবিক হবেন বলে তারা আশা করছেন। মেয়র আগে থেকেই কিছুটা অসুস্থ ছিলেন। তবে চিকিৎসকরা তার সমস্যাটা ঠিক ধরতে পারেননি।

মেয়র আনিসুল হক সেরিব্রাল ভাসকুলাইটিসে (মস্তিষ্কের রক্তনালীর প্রদাহ) আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন।

গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে মেয়র আনিসুল লন্ডনে যান। অসুস্থ হয়ে পড়লে ১৩ আগস্ট তিনি হাসপাতালে ভর্তি হন। সুস্থ থাকলে ১৪ আগস্ট তার দেশে ফেরার কথা ছিল।

বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্ট ২২ আগস্ট ২০১৭,

লেটেস্টবিডিনিউজ.কম/এস

Scroll to Top