অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকা টেস্টে ঐতিহাসিক জয়ের পর টাইগারদের ড্রেসিংরুমে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের ক্রিকেটপ্রেমী প্রধানমন্ত্রী সেদিন জয়ের নায়ক সাকিব আল হাসানের মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করেন। ইন্টারনেটের কল্যাণে দেশ বিদেশে ভাইরাল হয়ে যায় সেই ছবি। এবার পবিত্র ঈদুল আজহায় আবারও প্রধানমন্ত্রীর আশীর্বাদধন্য হলেন বিশ্বসেরা অল-রাউন্ডার।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ শনিবার গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের মধ্যে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এবং বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান।
শুভেচ্ছা বিনিময়কালে সাকিবকে কাছে ডেকে সন্তানসম স্নেহে মাথায় হাত বুলিয়ে আদর করেন প্রধানমন্ত্রী। তাকে পাশে বসিয়ে কিছু সময় কথাও বলেন শেখ হাসিনা। হয়তো বলেছিলেন, চট্টগ্রাম টেস্টেও ব্যাটে-বলে তোমাকে জ্বলে উঠতে হবে। একপর্যায়ে বিশ্বসেরা অল-রাউন্ডারকে ঈদের খাবার মুখে তুলে খাইয়ে দেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশের জয়ের ব্যাপারে তার আত্মবিশ্বাস ছিল। জয়ের পর মার্কিন গণমাধ্যম হাফিংটন পোস্টে শিরোনাম হয়েছিল, \’বিশ্বের সবচেয়ে সুখী প্রধানমন্ত্রী\’। বাংলাদেশ জিতলে ক্রিকেটপ্রেমী প্রধানমন্ত্রী যে সবচেয়ে সুখী হন তা আর বলার অপেক্ষা রাখে না।
বাংলাদেশ সময় : ১১২৫ ঘণ্টা, ০৩ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ