ঢাকার ১৩টি প্রবেশ পয়েন্টে থাকছে তল্লাশি চৌকি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া বলেছেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর ১৩টি প্রবেশ পয়েন্টে থাকবে তল্লাশি চৌকি। এছাড়া ঈদগাহ ও বিপণী বিতানসহ সব জায়গাতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এ সময়, আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় এবার ঈদুল আজহায় নিরাপত্তা পরিস্থিতি সন্তোষজনক বলে দাবি করেন তিনি।

শুক্রবার বেলা ১১টায় রাজধানীর মেরুল বাড্ডার আফতাবনগর গরুর হাট পরিদর্শনে এসে তিনি একথা বলেন।

আসাদুজ্জামান বলেন, ঈদে নগরবাসীর নিরাপত্তায় প্রবেশপথের ১৩টি স্থানে তল্লাশি চৌকি বসানো হয়েছে। ৫ সেপ্টেম্বর পর্যন্ত এসব চৌকি থাকবে। সাদা পোশাকে র‌্যাব-পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। তিনি ঈদগাহে ঈদের নামাজে আসা নামাজিদের নিরাপত্তার স্বার্থে জায়নামাজ ব্যতীত অন্য কিছু না নিয়ে আসতে অনুরোধ জানান।

ডিএমপি কমিশনার বলেন, কোরবানির পশুর চামড়া নিয়ে যাতে কোনো অপতৎপরতা কিংবা ঝামেলা তৈরি না হয় সেদিকে খেয়াল রাখবে পুলিশ। এখন পর্যন্ত অজ্ঞান পার্টি ও মলম পার্টির অপতৎপরতাসহ কোনো অপরাধের খবর পাওয়া যায়নি উল্লেখ করে তিনি আরও বলেন, গত দুই বছর আগের মতো আর অজ্ঞান পার্টির তৎপরতা চোখে পড়ে না।

আফতাবনগর পশুরহাট পরিদর্শনকালে তিনি হাটে আসা ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন।

বাংলাদেশ সময় : ১৬৪১ ঘণ্টা, ০১ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ

Scroll to Top