বাংলাদেশ বেতারে অনুষ্ঠিত হয়েছে কণ্ঠশিল্পী আব্দুল জব্বারের প্রথম জানাজা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তার মরদেহ আনা হয় বেতার প্রাঙ্গনে। সোয়া ১০টার দিকে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, তথ্যসচিব,বাংলাদেশ বেতারের মহাপরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানাজা শেষে আব্দুল জব্বারের মৃতদেহে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠসৈনিক আব্দুল জব্বার বুধবার সকাল ৯টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবার দুপুরে তার মরদেহ আনা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে তার প্রতি সর্বস্তরের জনসাধারণ শ্রদ্ধা জানাবেন।
বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, ৩১ আগস্ট ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম