মিয়ানমারের রাখাইন প্রদেশের সহিংসতা থেকে রক্ষা পাওয়ার জন্য বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ ও হ্নীলায় দুটি রোহিঙ্গাবোঝাই নৌকা ডুবির ঘটনায় আরও ১৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ২০ জনের লাশ উদ্ধার করা হলো।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া সমুদ্র সৈকত থেকে লাশ উদ্ধার করে স্থানীয় লোকজন।
সাবরাং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নুরুল আমিন বলেন, ‘মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাবাহী ২টি নৌকা সাগরের উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। সকালে জোয়ারের পানিতে শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া সৈকতে লাশ ভাসতে থাকে। স্থানীয় লোকজন লাশগুলো ভাসতে দেখে আমাকে খবর দিলে ঘটনাস্থলে যাই। পরে স্থানীয় লোকজন সাগরে ভাসতে থাকা ১৬টি মৃতদেহ উদ্ধার করে তীরে নিয়ে আসে। মৃতদেহের মধ্যে শিশু ও নারী রয়েছে। বিষয়টি বিজিবি, কোস্টগার্ড ও পুলিশকে অবহিত করা হয়েছে।’
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন জানান, ‘পুলিশের একটি দল শাহপরীর দ্বীপে পাঠানো হয়েছে। বিস্তারিত ঘটনাস্থলে যাওয়ার পর বলা যাবে।’
এর আগে গতকাল বুধবার (৩০ আগস্ট) সকালে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সমুদ্র সৈকত থেকে ৪টি লাশ উদ্ধার করে স্থানীয় লোকজন। এরমধ্যে ২ জন নারী ও ২ টি শিশু।
বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, ৩১ আগস্ট ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম