সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পেলে আমরা সঙ্গেই ব্যবস্থা নিচ্ছি। এ ধরনের অভিযোগ পেলে সঙ্গে সঙ্গেই ওই বাসের কাউন্টার বন্ধ করে দেওয়া হবে।
বুধবার সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
যাত্রীদের উদ্দেশে তিনি বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিআরটিএ\’র ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে, আপনারা সেখানে অভিযোগ করবেন।
যানজট প্রসঙ্গে ওবায়দুর কাদের বলেন, মহাসড়কে এখন যানজট নেই। রাস্তা ইউজেদবল অ্যান্ড পাসেবল। বৃষ্টি হলেও এবার মহাসড়কে ঘরমুখো যাত্রীরা ভোগান্তিতে পড়বেন না। রাস্তাঘাটের যে ক্ষয়ক্ষতি হয়েছিল তা মেরামত করা হয়েছে।
তিনি বলেন, ঈদকে সমানে রেখে বিআরটিসির ৫০টা বাস রিজার্ভ রাখা হয়েছে। যাত্রীদের অতিরিক্ত চাপ থাকলেই এই বাসগুলো নামানো হবে।
বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ৩০ আগস্ট ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ