মৌলভীবাজার পৌরসভায় পশু কোরবানির জন্য ৩৬টি স্থান নির্ধারণ করে দিয়েছে। পবিত্র ঈদুল আজহার পশু কোরবানি নির্দিষ্ট স্থানে করার জন্য পৌরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন পৌর মেয়র আলহাজ্ব মো: ফজলুর রহমান।
মৌলভীবাজার পৌরসভার ১নং ওয়ার্ডে কাশিনাথ রোডের নাহিদ আহমদের বাড়ির পাশ্ববর্তী আঙ্গিনা, সৈয়ারপুর নদীর পারের খোলা জায়গা, গীর্জাপাড়া আনছার সাহেবের বাড়ির সম্মুখস্থ খোলা জায়গা ও শ্যামলী বশির উদ্দিন চৌধুরীর বাসার পাশ্ববর্তী আঙ্গিনা।
২নং- ওয়ার্ডে বড়বাড়ি আবুল খায়ের এবাদুর রহমানের উন্মুক্ত আঙ্গিনা, বড়বাড়ি ফজলুর রহমানের বাড়ির উন্মুক্ত আঙ্গিনা, হাজি আব্দুর রকিবের বাড়ির উন্মুক্ত আঙ্গিনা, বড়বাড়ি কামরুলের বাড়ির উন্মুক্ত আঙ্গিনা ও বড়বাড়ি মসজিদের পাশ্বের উন্মুক্ত আঙ্গিনা।
৩নং- ওয়ার্ডে রঘুনন্দনপুর সালাম মিয়ার বাড়ির পাশ্বে ও রাসেল আহমেদের বাড়ির উন্মুক্ত আঙ্গিনা, উত্তর কলিমাবাদ হাজি সাহেবের বাড়ির উন্মক্ত আঙ্গিনা, দক্ষিণ কলিমাবাদ মুশফিকুর রহমান তরফদারের বাড়ির উন্মুক্ত আঙ্গিনা, চুবড়া সামসুল হক ও লিয়াকত আলীর বাড়ির উন্মুক্ত আঙ্গিনা ও বনবিথি বশির মিয়ার বাড়ির সামনে উন্মুক্ত আঙ্গিনা।
৪নং-ওয়ার্ডে মুসলিম কোয়ার্টার বেনজির আহমদ রেজার বাসার পাশ্ববর্তী খোলা জায়গা, শান্তিবাগ মনু নদীর বাধের উপর খোলা জায়গা, লেইক রোডে জব্বার খাঁ সাহেবের বিল্ডিং এর পাশ্ববর্তী খোলা জায়গা ও মুসলিম কোয়ার্টার মসজিদের পাশ্ববর্তী খোলা জায়গা।
৫নং -ওয়ার্ডে হাজি আতাউর রহমানের বাড়ির পাশ্ববর্তী খোলা জায়গা, সাবেক মেয়র ফয়জুল করিম ময়ূনের বাসার পাশ্বের খোলা জায়গা, আব্দুল মাহিদ খান মাহা মিয়ার বাসার পাশ্বের খোলা জায়গা, সাবেক কাউন্সিলার অলিউর রহমানের বাসার উন্মুক্ত জায়গা ও মিতা সেনেটারির মালিক সৈয়দ আব্দুল মুহিতের বাসার পাশ্বের খোলা জায়গা।
৬নং- ওয়ার্ডে বড়হাট আবুল হাই এর বাড়ির পাশ্বের উন্মুক্ত আঙ্গিনা, পশ্চিম বড়হাট সাবেক কমিশনার আকবর আলীর বাড়ির সামনে উন্মক্ত আঙ্গিনা, বড়হাট জালাল আহমদ কাউন্সিলারের বাড়ির সামনে উন্মক্ত আঙ্গিনা ও প্রফেসর ইকবাল এর বাড়ির পাশ্বের খোলা জায়গা।
৭নং -ওয়ার্ডে পূর্ব গোবিন্দশ্রী সৈয়দ ফারুক আহমদের বাড়ির পাশ্বের খোলা জায়গা, আনিছুজ্জামান বায়েছ কাউন্সিলার এর বাড়ির খোলা জায়গা, কাজিরগাঁও সৈয়দ জহির হাসানের বাড়ির সামনে উন্মুক্ত জায়গা ও শাপলা ফ্লাওয়ার মিলের পাশ্বে খোলা জাগয়া।
৮নং-ওয়ার্ডে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ উমেদ আলীর বাড়ির উন্মুক্ত আঙ্গিনা, সৈয়দ জয়নাল আবেদীন কুটির বাড়ির উন্মক্ত জায়গা ও পশ্চিম ধরকাপন সৈয়দ বাড়ির খোলা জায়গা।
৯নং-ওয়ার্ডে মাসুদ আহমদ কাউন্সিলার এর বাড়ির সামনে উন্মুক্ত আঙ্গিনা ও শেখের গাঁও রাজার বাড়ির সামনে খোলা জায়গা।
বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, ৩০ আগস্ট, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে