জমে উঠেছে পশুর হাট

আজ থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে রাজধানীর অস্থায়ী ১৯ টি গরুর হাট। সিটি করপোরেশন নির্ধারিত এই হাট গুলোতে ঈদের দিন পর্যন্ত চলবে বেচাকেনা। যদিও কয়েক দিন ধরেই পশু বেচাকেনা চলছে রাজধানীর হাটগুলোতে। এবার রাজধানীতে দুই সিটি কর্পোরেশনের অধীনে একটি স্থায়ী হাট সহ ২০টি হাটের অনুমোদন দেওয়া হয়েছে।

সিটি কর্পোরেশনের নিয়ম অনুযায়ী ঈদের তিন দিন আগে হাটে পশু বেচাকেনার কথা থাকলেও এর অনেক আগে থেকেই হাটে পশু সমাগম ঘটে। চলে বেচাকেনাও। তবে বিক্রেতাদের দাবি, আগে দর দামেই চলছে পশুর হাটে। বেচাকেনা হয়নি।

কোরবানির বাকি আছে আর মাত্র দুদিন বাকি ঈদের। এরই মধ্যে রাজধানীর পশুর হাটের চিত্র পাল্টাতে শুরু করেছে। সারা দেশ থেকে হাটে পশু নিয়ে আসছেন ব্যবসায়ী ও খামারিরা। ধীরে ধীরে জমে উঠতে শুরু করেছে রাজধানীর পশুর হাট।

এবারের হাটে দেশি গরুর সংখ্যাই বেশি। বিভিন্ন গরুগুলোর সাইজে, রঙয়েও রয়েছে অনেক বৈচিত্র। হাটে ক্রেতাদের সমাগম হলেও তারা মূলত দরদাম যাচাই-বাছাই করছেন। এবার ভারতীয় গরু দেশে ঢুকতে দেওয়া হবে না বলা হলেও হাটে অল্পসংখ্যক ভারতীয় গরু দেখা গেছে। দেশীয় খামারিরা ক্ষতির মুখে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

হাটে বিক্রেতারা বলছেন, এখনো পশু বিক্রি হচ্ছে না। আর ক্রেতারা বলছেন, নাগালের বাইরে দাম হাকছেন ব্যবসায়ীরা। রাজধানীর বিভিন্ন গরুর হাটে এমন চিত্র দেখা যায়।

গাবতলী হাটের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে থেকে বিভিন্ন স্থানে বসানো হয়েছে ওয়াচ টাওয়ার।এ ছাড়া র‌্যাব ও পুলিশের পক্ষ থেকে বসানো হয়েছে দুটি অস্থায়ী কন্ট্রোলরুমও। গাবতলী পশুর হাটের দায়িত্বর কর্মকর্তারা জাানান, হাটেরক্রেতা-বিক্রেতা কেউই যেন কোনো প্রতারণার শিকার না হন, সে কারণেই এসব নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

গাবতলী ছাড়া অস্থায়ী হাটগুলোর মধ্যে আছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অধীনডিএনসিসি এলাকার হাটগুলোর মধ্যে রয়েছে- গাবতলী পশুর হাট (স্থায়ী), উত্তরা ১৫ নম্বর সেক্টরের ১ম গোলচত্বর সংলগ্নখালি জায়গা, ভাটারা (সাঈদ নগর) পশুর হাট, বাড্ডা ইস্টার্ন হাউজিংয়ের (আফতাব নগর) পূর্বাংশের খালি জায়গা,মোহাম্মদপুর বছিলা বুদ্ধিজীবী সড়কসংলগ্ন পুলিশ লাইনের খালি জায়গা, মিরপুর সেকশন-৬ ইস্টার্ন হাউজিংয়ের খালিজায়গা, মিরপুর ডিওএইচএসে সেতু প্রোপার্টিজ সংলগ্ন ফাঁকা জায়গা, খিলক্ষেত ৩০০ ফুট সড়ক ও দক্ষিণ পাশের বসুন্ধরারপ্রাচীরের মধ্যবর্তী ফাঁকা জায়গা, খিলক্ষেত বনরূপা আবাসিক প্রকল্পের খালি জায়গা, আশিয়ান সিটি হাউজিং পশুর হাট।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধীন খিলগাঁও মেরাদিয়া বাজার, উত্তর শাহজাহানপুরের খিলগাঁও রেলগেট বাজারসংলগ্নমৈত্রীসংঘের মাঠ, গোপীবাগের ব্রাদার্স ইউনিয়নসংলগ্ন বালুর মাঠ, কমলাপুর স্টেডিয়ামের আশপাশের খালি জায়গা,ঝিগাতলার হাজারীবাগ মাঠ, লালবাগের রহমতগঞ্জ মাঠ, কামরাঙ্গীরচর ইসলাম চেয়ারম্যানের বাড়ির মোড় থেকে দক্ষিণদিকে বুড়িগঙ্গা নদীর বাঁধসংলগ্ন খালি জায়গা, আরমানিটোলা খেলার মাঠ ও আশপাশের খালি জায়গা, পুরান ঢাকার ধূপখোলাইস্ট অ্যান্ড ক্লাব মাঠ, পোস্তগোলা শ্মশান ঘাটসংলগ্ন খালি জায়গা, দনিয়া কলেজ মাঠসংলগ্ন খালি জায়গা, শ্যামপুর বালুর মাঠও সাদেক হোসেন খোকা মাঠসংলগ্ন ধোলাইখাল ট্রাক টার্মিনাল ও সংলগ্ন খালি জায়গায় হাট বসানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, ৩০ আগস্ট ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম

Scroll to Top