নাফ নদী পার হয়ে কক্সবাজারের টেকনাফে আসা ৪৭৫ রোহিঙ্গাকে আটক করে সে দেশে পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম আরিফুল ইসলাম এ তথ্য জানান।
তিনি জানান, মিয়ানমারে রাখাইন রাজ্যে সহিংসতার ঘটনায় সোমবার সকাল থেকে রাত পর্যন্ত নাফ নদী পার হয়ে উপজেলার বেশ কয়েকটি পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে ৪৭৫ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। পরে তাদেরকে মানবিক সহযোগিতা দিয়ে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।
গত সপ্তাহে মিয়ানমারের রাখাইন রাজ্যে ৩০টি পুলিশ ফাঁড়ি ও একটি সেনাঘাঁটিতে সমন্বিত হামলা চালায় দুর্বৃত্তরা। এতে অন্তত শতাধিক মানুষ নিহত হন। নিহতদের মধ্যে ১২ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং বাকিরা \’রোহিঙ্গা মুসলিম বিদ্রোহী\’ বলে দেশটির সরকার ও সেনাবাহিনী নিশ্চিত করে।
প্রসঙ্গত, মিয়ানমার সীমান্তরক্ষীদের চৌকিতে হামলার পরেই রাখাইনে অভিযান চালায় দেশটির সেনাবাহিনী। এ সময় নির্বিচারে রোহিঙ্গা হত্যা, নির্যাতন, ধর্ষণ ও অগ্নিসংযোগের মত মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয় বলে জাতিসংঘসহ বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠে।
সেনা অভিযানের মুখে প্রাণ বাঁচাতে প্রায় ৮৭ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা। তাদের ফেরত নিতে মিয়ানমারের সঙ্গে আলোচনা চালিয়ে আসছে বাংলাদেশ। তবে এখনো প্রত্যাশিত সাড়া দেয়নি মিয়ানমার।
বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, ২৯ আগস্ট ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম