মায়ানমারকে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ

বাংলাদেশ ও মায়ানমার সীমান্তে দুই দেশের নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানের বিষয়ে মায়ানমারকে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।

সোমবার (২৮ আগস্ট) মায়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত অং মিনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে বিষয়টি জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ-পূর্ব এশিয়া অনুবিভাগ) মঞ্জুরুল ইসলামের সঙ্গে বৈঠক করেন মায়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত অং মিন।

মায়ানমারের রাখাইন রাজ্যে কিছুদিন আগে যে সংঘর্ষ হয় তার জন্য ‘বাঙালি সন্ত্রাসী’ দায়ী বলে অভিহিত করায় বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন। এ বিষয়টিও মায়ানমারের রাষ্ট্রদূতকে জানানো হয়েছে।

এর আগে শনিবার (২৬ আগস্ট) মায়ানমারের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে রোহিঙ্গাদের অনুপ্রবেশ বন্ধে পদক্ষেপ নিতে বলা হয়।

রাখাইনে সংঘর্ষে বেশ কিছু লোকজন হতাহত হওয়ার পর সেখানকার মুসলিম সংখ্যালঘুরা বাংলাদেশে অনুপ্রবেশ করছে। তাই উদ্ভূত পরিস্থিতিতে সেখানকার বেসামরিক লোকজনের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে মায়ানমারের পদক্ষেপ নেওয়া উচিত বলেও রাষ্ট্রদূতকে জানানো হয়েছে।

সমস্যা যেহেতু মায়ানমারে, তাই তাদেরই এর সমাধান করতে হবে, সেই সঙ্গে অনুপ্রবেশ বন্ধে মায়ানমারকে কার্যকর পদক্ষেপ নিতে বলেছে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ২৮ আগস্ট ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম

 

 

 

Scroll to Top