পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মেঘনা–গোমতী সেতু থেকে হাসানপুর পর্যন্ত তিন কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটে আটকে আছে শত শত গাড়ি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
গতকাল রোববার রাত ১২টা থেকে যানজট শুরু হয়। আজ সোমবার সকাল আটটায় শেষ খবর পাওয়া পর্যন্ত চলছে এই যানজট।সূত্র জানায়, দীর্ঘক্ষণ বাসে বসে আছেন যাত্রীরা। কিন্তু বাস একটুও নড়ছে না।
বাসের এক চালক বলেন, এই সড়কে গত কয়েক দিন ধরেই তীব্র যানজট চলছে।
ঢাকা থেকে কুমিল্লাগামী সবজিবোঝাই পিকআপের চালক রাসেল মিয়া বলেন, গতকাল রাত সাড়ে তিনটায় সোনারগাঁয়ের মোগড়াপাড়ায় যানজটে আটকা পড়ে মেঘনা সেতু পর্যন্ত ১০ মিনিটের পথ পার হতে আড়াই ঘণ্টা সময় লেগেছে।
শনিবার সকাল ৯টার পর টোলপ্লাজায় মালবাহী যানবাহনের সংখ্যা বাড়তে শুরু করে। এসময় টোল আদায়কারীরা টোল আদায় করেন ধীরগতিতে। এর ফলে কুমিল্লার ৯৬ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়।
\’ওজন পরিমাপক যন্ত্রে ধীর গতির কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি\’। – জানান, দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন।
বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ২৮ আগস্ট ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/কেএসপি