কানাডা হয়ে জাপান যাচ্ছেন প্রধান বিচারপতি

অসুস্থ মেয়েকে দেখতে কানাডা যাচ্ছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। আগামী ১০ সেপ্টেম্বর স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি সেখানে যাবেন। এরপর সেখান থেকে তিনি যাবেন জাপান। গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অসুস্থ কন্যাকে দেখতে আগামী ১০ সেপ্টেম্বর সস্ত্রীক কানাডায় যাবেন। সেখানে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবেন তারা। সফরে প্রধান বিচারপতির সফরসঙ্গী থাকছেন স্ত্রী সুষমা সিনহা ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মো. জাকির হোসেন।

এরপর জাপানের প্রধান বিচারপতির আমন্ত্রণে সেদেশে অনুষ্ঠেয় এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান বিচারপতিদের সম্মেলনে যোগ দেবেন তিনি। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত টোকিওতে এ সম্মেলন হবে।

জানা গেছে, এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান বিচারপতিদের সম্মেলনে যোগদানের অনুরোধ জানিয়ে প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছিলেন জাপানের প্রধান বিচারপতি। সেই অনুরোধে সাড়া দিয়ে ‘কনফারেন্স অব চিফ জাস্টিস অব এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক’শীর্ষক এ সম্মেলন যোগ দিচ্ছেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, ২৮ আগস্ট ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/এসপি

Scroll to Top