২৪ ঘণ্টার মধ্যে সব সড়ক সংস্কারের নির্দেশ সেতুমন্ত্রীর

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ২৪ ঘণ্টার মধ্যে দেশের ভাঙা সড়ক-মহাসড়ক সংস্কারের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রোববার সকালে যশোর সার্কিট হাউসে সড়ক বিভাগের খুলনা অঞ্চলের নির্বাহী প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময়কালে সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন মন্ত্রী।

‘টোয়েন্টি ফোর আওয়ারস নেক্সট (আগামী ২৪ ঘণ্টা)। এর মধ্যে যে রাস্তাগুলো খারাপ আছে, সেগুলো পাসেবল (চলাচলের যোগ্য) হবে, সচল হবে। বৃষ্টি-বাদল অজুহাত হবে না। বৃষ্টি-বাদলেরও ট্রিটমেন্ট ইঞ্জিনিয়ারদের জানা আছে। বৃষ্টি-বাদলেও কাজ বন্ধ থাকবে না। রৌদ্রের অপেক্ষা, তখনো কাজ চলতে থাকবে’, বলেন মন্ত্রী।

‘যেখানে যে ট্রিটমেন্ট, সেটাই দিতে হবে। চিকিৎসা, রাস্তার চিকিৎসা, যেখানেই দুর্যোগে যেটা প্রয়োজন, বৃষ্টি-বাদলে যেটা প্রয়োজন, সেটাই দিতে হবে। বৃষ্টি-বাদলে বিটুমিনাস কাজ করতে কেউ বলবে না’, যোগ করেন ওবায়দুল কাদের।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কান্নাকাটি ছাড়া বিএনপির কোনো রাজনীতি নেই। এ জন্য আদালতের একটি পর্যবেক্ষণকে তারা ইস্যু হিসেবে নিয়ে রাজনীতি শুরু করেছে। এ রায়কে পুঁজি করে তারা এখন ক্ষমতায় যাওয়ারও স্বপ্ন দেখছে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির অবস্থা এখন ঢাল-তলোয়ারহীন নিধিরাম সর্দারের মতো।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, ২৭ আগস্ট ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম

 

Scroll to Top