বিকেলে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা

দেশের চলমান বিভিন্ন ইস্যুতে জাতীয় ঐক্য তৈরির লক্ষ্যে সব রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এরই ধারাবাহিকতায় বিকেলে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা।

বুধবার বিকেলে ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

এর আগে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, জাতীয় ঐক্যের লক্ষ্যে প্রধান উপদেষ্টা ছাত্রনেতাদের সঙ্গে বৈঠক করেছেন। বুধবার প্রধান রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংলাপ করবেন। এছাড়া বৃহস্পতিবার ধর্মীয় নেতাদের সঙ্গেও সংলাপে বসবেন তিনি।

Scroll to Top