প্রশাসনের বঞ্চিত কর্মকর্তাদের তালিকা হচ্ছে

২০০৯ থেকে ২০২৪ এর আগস্ট পর্যন্ত প্রশাসনের বঞ্চিত কর্মকর্তাদের তালিকা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো.মোখলেস উর রহমান।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে সিনিয়র সচিব বলেন, এখন পর্যন্ত আড়াই হাজার আবেদন জমা পড়েছে। তিন মাসের মধ্যে কমিটি তাদের তালিকা জমা দেবে। এ সময় সবাইকে ক্ষতিপূরণ দেয়া হবে বলে জানান তিনি।

মোখলেস উর রহমান আরও জানান, সবার আগে আর্থিক ক্ষতিপূরণের বিষয়টি বিবেচনা করা হবে। পরবর্তীতে যারা এখনও কর্মক্ষম তাদের চাকরিতে ফিরিয়ে আনা হবে। তবে এই নিয়ম শুধুমাত্র যাদের চাকরি গেছে তাদের জন্য বিবেচিত হবে বলেও জানান তিনি।

Scroll to Top