অন্তর্বর্তী সরকারের ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবা দেয়াই প্রধান লক্ষ্য। সোমবার (২ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর ভূমি ভবনে যান এ কথা জানান উপদেষ্টা।
এরপর মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে পরিচিত হন তিনি। এসময় প্রকল্পসমূহের অগ্রগতি বিষয়ে উপদেষ্টাকে অবহিত করা হয়। বিভিন্ন প্রজেক্টের তথ্য ও সফটওয়্যার দ্বারা কিভাবে জমি-জমার কাজ পরিচালিত হবে সেগুলোর তথ্য জানানো হয় ভূমি উপদেষ্টাকে।
হাসান আরিফ আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলনের ফলে নতুন সরকার এসেছে, তাই মানুষের প্রত্যাশা পূরণই এই সরকারের প্রথম চ্যালেঞ্জ।