ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর উৎসুক জনতার বিনোদনস্থলে পরিণত হয় জাতীয় সংসদ ও গণভবন এলাকা। তবে সেনাবাহিনীর ও ছাত্রদের উদ্যোগে স্বাভাবিক রূপে ফিরতে শুরু করেছে এলাকাটি।
বুধবার (৭ আগস্ট) সকাল থেকে উৎসুক জনতার ভিড় থাকলেও নতুন করে কাউকে সংসদ ও গণভবন এলাকায় ঢুকতে দিচ্ছেন না সেনা সদস্যরা। একইসঙ্গে এলাকাটিতে পরিষ্কার কার্যক্রম পরিচালনা করছে ছাত্ররা।
বিপুল মানুষের সমাগমের কারণে সংসদ এলাকায় প্রচুর আবর্জনা জমে যায়। পানির বোতল, চিপস, বিস্কুটসহ বিভিন্ন খাবার সামগ্রী ও ভাঙচুরের ধ্বংসাবশেষ জমে থাকতে দেখা গেছে। শিক্ষার্থীরা বলেন, দেশ আমাদের, দেশ রক্ষা করার দায়িত্বও আমাদের। কিছু মানুষ জেনে কিংবা না জেনে জাতীয় সংসদ ভবনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করেছে।
আন্দোলন সফল হওয়ার পর পরিষ্কারের কাজটি বেশ আনন্দের সাথেই করছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকেই শিক্ষার্থীদের একটি দল সংসদ ভবনে পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করছে।