দেশজুড়ে চলছে সাঁড়াশি অভিযান

কোটা সংস্কার আন্দোলনের জেরে ভাংচুর ও অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে রাজধানীসহ সারা দেশে চলছে সাঁড়াশি অভিযান। অভিযানের তৃতীয় দিনে গতকাল আরও ৩ সহস্রাধিক ব্যক্তি গ্রেপ্তার হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। নাশকতার পেছনে অর্থায়ন এবং সহিংসতার নির্দেশদাতাদের ব্যাপারে তারা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে।

পুলিশ সূত্র বলেছে, রাজধানী ঢাকায় কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও নাশকতার ঘটনায় দায়ের করা ১৫৪টি মামলায় ১ হাজার ৭৫৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেফতার হওয়া অনেকেই এখন রিমান্ডে। নাশকতার পেছনে অর্থায়ন এবং সহিংসতার নির্দেশদাতাদের ব্যাপারে তারা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে।

ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার জানান, দুর্বৃত্তরা ঢাকায় পুলিশের ৬৯টি স্থাপনায় হামলা চালিয়েছেন। আগুন দেওয়া হয় বেশ কয়েকটি ট্রাফিক বক্সে। সহিংসতায় পুলিশের যে ক্ষতি হয়েছে তা নিয়ে আমাদের উন্নয়ন বিভাগ কাজ করছে। এ পর্যন্ত ৮ কোটি ৭২ লাখ টাকার যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। ডিএমপি এক বিবৃতিতে জানায়, সহিংসতায় তাদের মোট ৬১ কোটি টাকা ক্ষতি হয়েছে।

তিনজন পুলিশ সদস্য নিহত হওয়ার তথ্য জানিয়ে যুগ্ম-কমিশনার বিপ্লব বলেন, পুলিশ সদস্যদের হত্যায় জড়িতদের একজনকেও রেহাই দেওয়া হবে না। গত কয়েকদিন ধরে ঢাকায় যে সহিংসতা ও নাশকতা হয়েছে এবং যেভাবে পুলিশ ও অন্যান্য সরকারি স্থাপনা পুড়িয়ে দেওয়া হয়েছে তা কোনোভাবেই শিক্ষার্থীদের প্রতিবাদ হতে পারে না, এটা বিএনপি-জামায়াতের লোকজনই করেছে।

এদিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, বিএনপি নেতা সুলতান সালাউদ্দিন টুকু, রফিকুল আলম, মিয়া গোলাম পরওয়ার, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আমিনুল হক ও জহির উদ্দিন স্বপন এরই মধ্যে ডিবির রিমান্ডে রয়োছেন। গত সোমবার আরও কয়েকজনকে রিমান্ডে নেওয়া হয়। তারা হলেন শামসুর রহমান শিমুল বিশ্বাস, সাইফুল আলম নিরব, রফিকুল আলম মজনু ও এম রাশিদুজ্জামান মিল্লাত।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, যারা হত্যা-নাশকতায় জড়িত ছিল না, এমন কাউকে হয়রানি করা হচ্ছে না। আমাদের গোয়েন্দা নজরদারি ছিল বলেই দ্রুত জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তারা এরই মধ্যে মুখ খুলতে শুরু করেছে।

ঢাকার বাইরেও গ্রেপ্তারকৃতদের মধ্যে অধিকাংশ বিএনপি-জামাতের সদস্য বলে সংশ্লিষ্ট এলাকার ব্যুরো, অফিস ও প্রতিনিধিদের জানান নিজ নিজ জেলার পুলিশ কর্মকর্তারা।

Scroll to Top