সরকারি চাকরিতে কোটাপদ্ধতির বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন থাকায় প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনে চলমান নিয়োগ কার্যক্রম পেছানোর সুপারিশ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটি। সংসদ ভবনে সভাপতি এম এ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এ সুপারিশ করা হয়।
এ ছাড়া টিকা ক্রয়ে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গঠন করেছে কমিটি। কমিটিতে রয়েছেন বি এম কবিরুল হক, নুর উদ্দিন চৌধুরী নয়ন ও মশিউর রহমান মোল্লা সজল। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
কমিটির সমস্য এস এম রেজাউল করিম, আবদুর রহমান, বি এম কবিরুল হক, ছোট মনির, নুর উদ্দিন চৌধুরী নয়ন, মো. রশিদুজ্জামান, মোশতাক আহমেদ রুহী, মশিউর রহমান মোল্লা সজল, আশিকা সুলতানা এবং মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।