dhaka

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জে মোকাবিলায় যা করবে ঢাকা

২০২২ সালের হিসেবে জনাকীর্ণ কংক্রিটের বিরাট নগরী ঢাকায় কমপক্ষে এক কোটি দুই লাখ লোক বসবাস করে। ঢাকাসহ এশিয়ার অনেক নগরই জলবায়ু পরিবর্তনের বিশেষ চ্যালেঞ্জের মুখে রয়েছে৷ চলতি বছরের মে মাসে বাংলাদেশ ক্লাইমেট অ্যাকশন প্ল্যান ঘোষণা দেয়৷ এতে ঢাকার বাসিন্দাদেরও কেমন করে চরম আবহাওয়া থেকে রক্ষা করা যায়, সে পরিকল্পনা দেওয়া আছে৷ খবর বার্তা সংস্থা রয়টার্সের।

এ বিষয়ে বার্তা সংস্থা রয়টার্সকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেন, ‘বাংলাদেশকে সবুজ ও জলবায়ু সহনশীল করে গড়ে তুলতে হলে ঢাকা নিয়ে কাজ করতে হবে৷’

পরিকল্পনা অনুযায়ী, ২০৫০ নাগাদ বাংলাদেশকে কার্বন নিউট্রাল করতে হবে৷ সেজন্য কৌশল হলো নবায়নযোগ্য জ্বালানি ও বৈদ্যুতিক যানের ব্যবহার বাড়ানো, সবুজায়ন, প্রাকৃতিক পানি নিষ্কাশন ব্যবস্থা, বন্যার পূর্বাভাস ও ২০৩০ সাল নাগাদ নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করা৷

প্যারিস চুক্তির সঙ্গে সমন্বয় রেখে ৬০টিরও বেশি শহর জলবায়ু পরিকল্পনা তৈরি করেছে৷ এর মধ্যে ভারতের মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু আছে৷ পাকিস্তানের করাচিও তৈরি করছে৷ এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি বলছে, কার্বন নির্গমন কমাতে না পারলে ২১০০ সাল নাগাদ ছয়টি দক্ষিণ এশীয় দেশের অর্থনীতি ঝুঁকির মধ্যে পড়বে৷

ঢাকা ২০৫০ সাল নাগাদ ৭০ ভাগ কার্বন নির্গমন কমাবে৷ তবে আর্থিক চ্যালেঞ্জ রয়েছে৷ ধারণা করা হচ্ছে, এবারের জলবায়ু সম্মেলন কপ২৯-এ গরিব দেশগুলোর অর্থায়নের বিষয়টি প্রাধান্য পাবে৷

Scroll to Top