শুক্রবার মাওয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

পদ্মা সেতুর কাজের ‘ক্লোজিং’ উপলক্ষে আগামী শুক্রবার (৫ জুলাই) মাওয়া যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতুর নির্মাণ কাজে সংশ্লিষ্ট চীনা প্রতিষ্ঠানগুলোর সাথে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় দেশে ফিরে যাবেন ওই প্রতিষ্ঠানগুলো কর্মীরা। তাদের বিদায়ী অনুষ্ঠানে অংশ নিতে ওইদিন সেখানে যাবেন প্রধানমন্ত্রী।

এদিকে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বর্ধিত সভা করেছে লৌহজং উপজেলা আওয়ামী লীগ। সোমবার (১ জুলাই) সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে জানানো হয়, ৫ জুলাই পদ্মা সেতু কাজের ক্লোজিং উপলক্ষে এক সুধী সমাবেশে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

সেই সভায় ৫০ হাজার লোক সমাগমের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দিতে লৌহজং উপজেলা আওয়ামী লীগ প্রস্তুত।

মুন্সীগঞ্জবাসী তাকে প্রাণঢালা ভালবাসা দিতে চায়। সুধী সমাবেশ হওয়ায় এখানে সকলের উপস্থিত থাকার সুযোগ নেই। তাই জনগণ রাস্তায় থেকে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানাবে। শুধু লৌহজং থেকেই ৫০ হাজার লোক উপস্তিত হবে সভাস্থলের কাছে।

লৌহজং উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ওসমান গণি তালুকদারের সভাপতিত্বে বর্ধিত সভায় সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক তোফাজ্জল হোসেন তপন, লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সিকদার, সহসভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, বিএম শোয়েব, জাকির হোসেন বেপারী, এম ইদ্রিস আলী প্রমূখ।

Scroll to Top