বন্যা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী

সিলেট নগর ও বন্যাকবলিত উপজেলা পরিদর্শন শেষে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান সিলেটবাসীকে ভয় না পাওয়ার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন, ‘সিলেটের বন্যা পরিস্থিতি প্রধানমন্ত্রী গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং প্রতিনিয়ত তিনি এর খোঁজ-খবর রাখছেন।’

বুধবার (১৯ জুন) বিকাল ৩টায় নগরের মিরাবাজারস্থ কিশোরী মোহন বালক প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্র পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী এ সময় বলেন, ‘বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ এলাকা।

এরমধ্যে সিলেট অঞ্চল অন্যতম। সিলেটের বন্যা পরিস্থিতি প্রধানমন্ত্রী গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং প্রতিনিয়ত তিনি এর খোঁজ-খবর রাখছেন।’

তিনি আরো বলেন, ‘সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী আমাদের সঙ্গে সব সময় যোগাযোগ রাখছেন। ঈদের দিন আমাকে ফোন করে বন্যার খবর জানান।

পানিবন্দি মানুষের জন্য ত্রাণ সাহায্যের তিনি অনুরোধ জানান। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রাথমিকভাবে ১০ লাখ টাকা, ১০০ মেট্রিক টন চাল ও ২ হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ করি।’

এসময় প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ‘সিলেটের বন্যা পরিস্থিতি দেখা দেয়ার পর থেকে সরকারের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যার খবর রাখছেন।

আশ্রয় কেন্দ্রগুলোতে শুকনো খাবারের পাশাপাশি রান্না করা খাবার বিতরণ করছে সিটি করপোরেশন। পানি না কমা পর্যন্ত আমাদের ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে।’

এর আগেদুপুর ১২টা ৪০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রতিমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

Scroll to Top