নতুন অর্থবছরে সিম ট্যাক্স ৩০০ টাকা প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বাজেট প্রস্তাবে এবার প্রতিটি সিমকার্ড বা ই-সিম সরবরাহের বিপরীতে বিদ্যমান মূসকের পরিমাণ ২০০ টাকার পরিবর্তে ৩০০ টাকা করার প্রস্তাব করা হয়। দেশে সর্বপ্রথম ৮০০ টাকা দিয়ে এই সিম ট্যাক্সের যাত্রা।
এরপর ২০১১-১২ অর্থবছরে তা ২০০ টাকা কমিয়ে ৬০০ টাকা করা হয়। পরে এই ট্যাক্স অর্ধেক কমে আসে ৩০০ টাকায়। এরপর ২০১৫-১৬ অর্থবছর থেকে সিম ট্যাক্স ১০০ টাকা করে শুরু হয়। সে বছর বাজেটে ২০০ টাকা কমানো হয় এই ট্যাক্স। তারপর গত কয়েক বছর ধরে এই ট্যাক্স ছিল ১০০ টাকা। পরে ২০১৯-২০ অর্থবছরে সিম ট্যাক্স দ্বিগুণ করে ২০০ টাকা করা হয়।