১৪৬ রোহিঙ্গাকে ফেরত পাঠাল বিজিবি

কক্সবাজারের টেকনাফ উপজেলা সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে ১৪৬ জন রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ভোরে উপজেলার বিভিন্ন পয়েন্ট দিয়ে ঢুকার চেষ্টাকালে তাদের ফেরত পাঠানো হয়।

টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক সাইফুল ইসলাম জোম্মদ্দার বলেন, বৃহস্পতিবার রাতে মিয়ানমারে হামলা ঘটনার পর দলে-দলে সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে রোহিঙ্গারা। ভোরে উপজেলার বিভিন্ন পয়েন্ট দিয়ে এপারে ঢুকার চেষ্টাকালে ১৪৬ জনকে বাধা দেওয়া হয়। পরে তাদের মানবিক সহযোগিতা দিয়ে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে।

তিনি বলেন, মিয়ানমারে এ পরিস্থিতে রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে। কোনো অবৈধ অনুপ্রবেশকারীকে ঢুকতে না পারে সব সীমান্ত পয়েন্টে বিজিবির ব্যাপক নজরদারি রয়েছে।

টেকনাফ লেদা রোহিঙ্গা নেতা অাবদুল মতলব জানান, বৃস্পতিবার দিনগত রাত মিয়ানমার সেনারা অবারো কঠোরভাবে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর হামলা চালিয়েছে। নতুন করে শুধু একদিনে প্রায় ২০টি গ্রামে হামলা চালিয়ে অত্যাচার নির্যাতন করে ঘরবাড়িতে অাগুন জ্বালিয়ে দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ২৫ আগস্ট ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এস

Scroll to Top