প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের একটি মানুষও না খেয়ে থাকবে না। সকল শ্রেণীর মানুষ যাতে উন্নত জীবনযাপন করতে পারে, সেটিই আমাদের মূল লক্ষ্য। বন্যার্তদের মাঝে বিনা পয়সায় খাবার সরবরাহ করা হচ্ছে, আরও করা হবে। ক্ষতিগ্রস্ত প্রায় ৫০ হাজার মানুষের মাঝে ১০ টাকা কেজি দরে চাল এবং ভিজিডি, ভিজিএফসহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদের সুবিধা দেয়া হবে।
আজ শনিবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করতে গিয়ে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী আরো বলেন, আপনাদের সেবা করাই আমাদের একমাত্র লক্ষ্য। আপনারা মনোবল হারাবেন না। মনে রাখবেন, আমি সব সময় আপনাদের পাশে আছি। আপনারা যাতে সুন্দরভাবে বাঁচতে পারেন, সরকার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, বন্যা দুর্গত এলাকার ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট ও স্কুল-কলেজ দ্রুত সময়ের মধ্যে সংস্কার করে দেয়া হবে। এছাড়া বন্যায় আক্রান্ত মানুষদের জন্য মেডিকেল টিম গঠন করে দেয়া হয়েছে।
আক্রান্তদের বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হবে। নতুন ঘর তৈরী করে সবার থাকার ব্যবস্থা করা হবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার বানভাসী মানুষের পাশেই আছে। সার্বিকভাবে সহয়তা করা হবে বন্যায় ক্ষতিগ্রস্ত সকল মানুষকে। বন্যায় ঘর-বাড়ি হারানো সহায় সম্বলহীন সব মানুষের জন্য নতুন করে ঘর তৈরি করে তাদের থাকার ব্যবস্থা করে দেয়া হবে। খাদ্যের অভাব যাতে না হয় সে ব্যবস্থা আগেই নেয়া হয়েছে। বানভাসী একজন মানুষও না খেয়ে থাকবে না। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য যা যা করণীয় তার সকল উদ্যোগই সরকারের পক্ষ থেকে নেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী ও আওয়ামলীগ সভানেত্রী আরো বলেন, বন্যায় যেসকল কৃষকের ফসল নষ্ট হয়েছে তাদেরকে ফসলের বীজ প্রদান করা হবে। সেই সঙ্গে তাদের সহায়তার জন্য সুদমুক্ত কৃষি ঋণও দেয়া হবে। তিনি বলেন, এ মাসের ২৪ তারিখ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ করা শুরু হয়েছে। কৃষকরা যাতে নতুন করে ফসর চাষ করতে পারেন তার সকল ব্যবস্থা করা হবে। সরকারের পক্ষ থেকে ৭৮ কোটি ৭৭ লক্ষ ১৯ হাজার টাকার কৃষি প্রণোদনা দেয়া হবে। কৃষকের একটি জমিও অব্যবহৃত থাকবে না।
প্রধানমন্ত্রী বলেন, যারা আগুন দিয়ে মানুষকে পুড়িয়ে মারে, তারা এ দেশের কল্যাণ করতে পারে না। ধ্বংস করতে পারে। গতবারের নির্বাচনে না গিয়ে বিএনপি ভুল করেছে। তারা গাইবান্ধা ও গোবিন্দগঞ্জে তাণ্ডব চালিয়েছে। এমপি লিটনকে হত্যা করেছে। আমরা রাস্তা বানাই, তারা নষ্ট করে। আজ বিকালে প্রধানমন্ত্রী বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করতে বগুড়ার সারিয়াকান্দিতে যাবেন।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ২৬ আগস্ট ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসপি