এ বছরের মতো ২০২৩ এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসেই নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এসএসসি পরীক্ষা আগামী বছর এপ্রিল এবং এইচএসসি জুনে নেয়া হবে বলে নির্ধারণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ২০২৩ সালের এসএসসি ও দাখিল পরীক্ষা ২০২২ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী নেয়া হবে। আর ২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ঘোষিত ১৮০ দিনের সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে।
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, আমরা আশা করছি, ২০২৩ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম আমরা আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত এবং এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম আগামী বছরের মার্চ পর্যন্ত চলবে। ২০২৩ সালে সকল বিষয়ে পূর্ণ নম্বরে, পূর্ণ সময়ে পরীক্ষা হবে।
দীপু মনি আরও বলেন, সাধারণত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা এপ্রিল মাসে হয়। তবে সামগ্রিক দিক বিবেচনায় আমরা এসএসসি এপ্রিলে এবং এইচএসসি জুন মাসে নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি।
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ শিক্ষা মন্ত্রণালয়ের আরও কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।