সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডভিত্তিক তিনটি কোম্পানি থেকে আরো তিন কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (সংশোধন) আইন-২০২১-এর আওতায় স্পট মার্কেট থেকে এই এলএনজি আমদানি করা হবে।
গতকাল বুধবার অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে সভায় এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের এ তথ্য জানান।
মাহমুদুল জানান, সিঙ্গাপুরভিত্তিক ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড থেকে আমদানি করা হবে এক কার্গো এলএনজি। প্রতি ইউনিটের দাম পড়বে ৯ দশমিক ৬৮ মার্কিন ডলার। এতে ব্যয় হবে ৪১৮ কোটি ৫৯ লাখ টাকা। আরেক প্রস্তাবে একই দেশের গানভর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে প্রতি ইউনিট ৯ দশমিক ৪৯ ডলার দরে আরও এক কার্গো এলএনজি কেনা হবে। এতে সরকারের খরচ হবে ৪১০ কোটি ৬৬ লাখ টাকা। পাশাপাশি, প্রতি ইউনিট ৯ দশমিক ৮৯ ডলার দরে সুইজারল্যান্ডভিত্তিক টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার থেকে এক কার্গো এলএনজি আনা হবে। এতে মোট খরচ পড়বে ৪২৭ কোটি ৬৮ লাখ টাকা।