আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো বেশি সংখ্যক মানুষকে গন্তব্যে পৌঁছে দিতে আজ থেকে দেশের বিভিন্ন গন্তব্যে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের ডে অফ (সাপ্তাহিক ছুটি) বাতিল করা হয়েছে। এ ছাড়া ঈদ উপলক্ষ্যে ৮ জোড়া বিশেষ ট্রেন চালানো হবে।
সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ রেলওয়ের ঈদুল ফিতর উপলক্ষ্যে নেওয়া কার্যবিবরণী থেকে এসব তথ্য জানা যায়।
সিদ্ধান্ত অনুযায়ী, আজ বুধবার (৩ এপ্রিল) থেকে ঈদের পূর্বদিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদের পর যথারীতি সাপ্তাহিক ছুটি থাকবে।
এছাড়া ঈদ উপলক্ষে অতিরিক্ত যাত্রী চাহিদা পূরণের জন্য পাহাড়তলী ওয়ার্কসপ থেকে ৫০টি এমজি এবং সৈয়দপুর ওয়ার্কসপ থেকে ৩৬টি বিজি কোচসহ মোট ৮৬টি কোচ যাত্রীবাহী সার্ভিসে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এদিকে আজ থেকে ট্রেনের ঈদযাত্রা শুরু হয়েছে। গত ২৪ মার্চ যারা অগ্রিম টিকিট সংগ্রহ করেছিল তারা আজ ভ্রমণ করছেন। আবার আজই ঈদের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। যারা আজ টিকিট সংগ্রহ করবেন তারা আগামী ১৩ এপ্রিল ভ্রমণ করতে পারবেন।