আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আগামী ১১ এপ্রিল ঈদের দিন ধরে হিসেব করে যাত্রা বিবেচনায় টিকিট বিক্রি শুরুর দিন নির্ধারণ করা হয়েছে।
আজ রোববার ( ২৪ মার্চ) শুরু হওয়া অগ্রিম টিকিট বিক্রি চলবে ৩০ মার্চ পর্যন্ত। আগামী ৩ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাচ্ছে আজ (২৪ মার্চ)।
শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হওয়ায় রেল স্টেশনগুলোতে নেই ভিড়। তবে কেউ কেউ জটিলতায় পড়ে আসেন কমলাপুর রেল স্টেশনে।তাদের অভিযোগ, চেষ্টা করেও মিলছে না টিকিট।
এবার ঈদে আট জোড়া বিশেষ ট্রেন চালানো হবে। ঈদে পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে পাওয়া যাবে সকালে আর পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাবে বেলা ২টা থেকে। ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে আগামী ৩ এপ্রিল।